আমরা যে গ্রহটিতে বাস করি এর নাম পৃথিবী। জীবন ধানের জন্য যা কিছু দরকার তার সবই মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। পৃথিবীটাকে সাজিয়েছেন অপরূপ করে। যে দিকে তাকাই মন ভরে যায়। চোখ জুড়ানো সৌন্দর্যের মেলা যেনো এই পৃথিবী । অবাক হতে হয়। খুটিহীন এ বিশাল আকাশে কিভাবে টিকে আছে। সে আকাশে স্বাধীন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে পাখিরা। আলো-বাতাস, মেঘ-বৃষ্টি, রাত্রি-অন্ধকার, নক্ষত্র-জোছনা, কি বিস্ময়কর সৃষ্টি!
সৃষ্টির এ সৌন্দর্য দেখে উপলব্ধি করে শেষ করা যায় না। এর সীমা পরিসীমা নেই। পৃথিবীর এ অসংখ্য সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, যাকে “আশরাফুল মাখলুকাত” বলা হয় । সকল সৃষ্টি থেকে আলাদা তার মর্যাদা। বিশেষ তার স্থান। দুনিয়ায় সৈ আল্লাহর “খলিফা” বা “প্রতিনিধি” । আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান-বিবেক, দিয়েছেন ভাল-মন্দ পৃথক করার ক্ষমতা, দিয়েছেন সুন্দর-অসুন্দর গ্রহণ করার স্বাধীনতাও। ফলে মানুষ ইচ্ছে করলে ভালো করতে পারে আবার খারাপ কাজেও ডুবে যেতে পারে ।